• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ান রেফারির উপর খেপেছেন মেসি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০২১, ০৩:৫৮ পিএম
ব্রাজিলিয়ান রেফারির উপর খেপেছেন মেসি

ঢাকা: পেরুর বিপক্ষে জয় পেলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি আর্জেন্টিনা। প্রতিপক্ষ পেনাল্টি মিস না করলে ঘরের মাঠেই পয়েন্ট হারাতে হতো তাদের। 

আর এরজন্য ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইওকে দায়ী করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় সকালে বুয়েন্স আইরেসের এল মনুমেন্তালে পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ৪৩তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। তবে ৬৬তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ করে সফরকারীরা। স্পট-কিক নিয়ে ব্যর্থ হন ইয়োশিয়ামার ইয়োতুন।

ম্যাচ জয়ের স্বস্তি প্রকাশ করলেও রেফারির উপর খেপেছেন মেসি। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'কঠিন একটি ম্যাচ, খেলাই কঠিন কঠিন ছিল। মাঠে প্রচুর বাতাস ছিল। তারা খুব অল্প জায়গা ছেড়ে আমাদের পেছনেই ছিল। 

রেফারি, যখনই সে আমাদের কোনো ম্যাচ পরিচালনা করে, সে একই কাজ করে। মনে হয় যেন কোনো উদ্দেশ্য নিয়ে সে এটা করছে। তিনটি মূল্যবান পয়েন্ট আমাদের লক্ষ্যের আরও কাছে এগিয়ে দিয়েছে।'

এদিন ম্যাচে বেশ কিছু সিদ্ধান্তই আর্জেন্টিনার বিপক্ষে গিয়েছে। ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি পেতে পারতো দলটি। পেরুর ডি-বক্সে লাউতারো মার্টিনেজের সঙ্গে সংঘর্ষ হয়েছিল পেরুর গোলরক্ষক পেদ্রো গালাসের। আর্জেন্টাইনদের আবেদনের পরও ভিএআরে যাচাই করার কোনো ইচ্ছাই দেখাননি রেফারি।

পেরুর পাওয়া পেনাল্টি নিয়েও বিতর্ক রয়েছে। তবে এ সবের চেয়ে ম্যাচে অহেতুক বাঁশি বাজানোয় খেপেছেন মেসি। বেশ কয়েকবারই ডুয়েলে জিতলেও এডভান্টেজ পাননি। মাঠেই বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে তাকে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!