• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে যারা থাকছেন


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৬, ২০২১, ০৫:২১ পিএম
বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে যারা থাকছেন

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্বালে এবারের আসরের ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এবার ধারাভাষ্য প্যানেলে থাকছেন মোট ২১ জন সদস্য। বাংলাদেশ থেকে ধারাভাষ্য কক্ষে একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান। এই বৈশ্বিক ইভেন্টে আছেন আনজুম চোপড়া, নাতালাই জার্মানোসের মত নারী ধারাভাষ্যকারও।

এছাড়াও আছেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি, যিনি একাধারে সর্বশেষ আসরের শিরোপাজয়ী অধিনায়কও। সাবেকের কাতারে নাম লেখানো দুই সুপারস্টার ক্রিকেটার ডেল স্টেইন ও শেন ওয়াটসনও ধারাভাষ্য দেবেন বিশ্বকাপের সপ্তম আসরে।

একনজরে বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল

ড্যারেন স্যামি, ডেল স্টেইন, শেন ওয়াটসন, নাসের হুসাইন, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, নাতালাই জার্মানোস, সুনীল গাভাস্কার, মাইক আথারটন, সাইমন ডউল, রাসেল আরনোল্ড, আনজুম চোপরা, মুরালি কার্তিক, আতহার আলী খান, বাজিদ খান, এমপুমেলেলো এমবাংওয়া, প্রিস্টন মমসেন, ড্যানি মরিসন, মার্ক নিকোলাস, নিয়াল ও’ব্রায়েন, অ্যালান উইকিলিন্স।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!