• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্যালারিতে বসে পিএসজির জয় দেখলেন মেসি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৬, ২০২১, ০৭:১০ পিএম
গ্যালারিতে বসে পিএসজির জয় দেখলেন মেসি

ঢাকা: আন্তর্জাতিক বিরতি শেষে ফেরার ম্যাচে আবারও হোঁচট খেতে বসেছিল পিএসজি। একসময় হয়তো তাদের মনে হারের শঙ্কাও জেগেছিল। তবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধের দুই গোলে জয় পায় মাওরিসিও পচেত্তিনোর দলটি।

পাক দি ফ্রাঁসে শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে পিএসজি। ফুলগিনির গোলে পিছিয়ে পড়ার পর দানিলো পেরেইরার লক্ষভেদে সমতায় ফেরে প্যারিসের দলটি।

শেষ দিকে ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপ্পে। লিগে প্রথম আট রাউন্ডে জয়ের পর আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে রেনের মাঠে ২-০ গোলে হেরেছিল তারকায় ঠাসা দলটি। ঘরের মাঠে খেলতে নেমে কষ্টে হলেও জয়ে ফিরল তারা। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই খেলে আর্জেন্টিনা দলে থাকা মেসি, ডি মারিয়া ও পেরেদেজ ফিরলেও ছিলেন না স্কোয়াডে। একই কারণে ব্রাজিলিয়ান তারকা নেইমার, মার্কুইনহোসদের দেখা যায়নি মাঠে। তবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দায়িত্ব একাই নিজের কাঁধে নিয়ে নিলেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের অ্যাসিস্টে গোল পান দানিলো পেরেইরা।

যদিও মাঠে উপস্থিত ছিলেন মেসি। পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে বুয়েন্স আয়ার্স থেকে ১১ হাজার কিলোমিটার পেরিয়ে প্যারিসে উপস্থিত হন আর্জেন্টাইন তারকা। পার্ক দো প্রিন্সেসের গ্যালারিতে বসে দেখলেন পিএসজির জয়।

এই জয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট তুলে শীর্ষে রয়েছে প্যারিসের ক্লাবটি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট তুলে চতুর্থ স্থানে অ্যাঞ্জার্স।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!