• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওমানের যে ৪ ক্রিকেটার বাংলাদেশের বাধা 


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০২১, ০৬:৩৭ পিএম
ওমানের যে ৪ ক্রিকেটার বাংলাদেশের বাধা 

ঢাকা: নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। কঠিন সমীকরণে পড়ে যাওয়া টাইগারদের আজ নজর রাখতে হবে ওমানের ৪ জন সিনিয়র ক্রিকেটারের উপর। যারা আজকের ম্যাচে গড়ে দিতে পারেন বড় ব্যবধান। 

বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ওমানের ওপেনিং ব্যাটার যতিন্দর সিং। ওয়ার্ল্ড কাপ সুপার লিগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে সবার নজর কাড়েন। বিশ্বকাপের প্রথম ম্যাচে, পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৭৩ রানের দারুণ ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। 

অন্যদিকে আরেক ওপেনার আকিব ইলিয়াস ওমানের বিগ হিটার হিসেবে সমাদৃত। ওপেনিং এই ব্যাটার আক্রমণাত্মক ক্রিকেট খেলে থাকেন ইনিংসের শুরু থেকেই। বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্ধশত রান করেছেন পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

ওমান দলের অধিনায়ক জিশান মাকসুদের অলরাউন্ডিং নৈপুণ্য গড়ে দিতে ব্যবধান। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গড়েছেন ইতিহাস। শেষ ম্যাচে ২০ রানে নিয়েছেন ৪ টি উইকেট। অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েন তিনি। ওমানের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার তিনি। ব্যাট বল দুই দিকেই জ্বলে উঠতে পারেন জিসান।

দলটির বোলিং আক্রমণের অস্ত্র বিলাল খান। ডেথ ওভারেও নিজের সেরাটা দিয়ে প্রমাণ করেছেন তিনি কেন ওমানের সেরা বোলার। বাংলাদেশের বিশ্বকাপ মিশন বাচিয়ে রাখার লড়াইয়ে এই চার ওমান ক্রিকেটার হয়ে উঠতে পারেন বড় বাঁধা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!