• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসির জোড়া গোলে জিতল পিএসজি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০২১, ০৮:১০ এএম
মেসির জোড়া গোলে জিতল পিএসজি

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোলে আরবি লাইপজিগের বিপক্ষে স্বস্তির জয় মিলেছে পিএসজির। পার্ক দি প্রিন্সে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের ম্যাচে দলটিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে পচেত্তিনোর দল। মেসির জোড়া গোল ছাড়া গোল পেয়েছেন এমবাপ্পেও। লাইপজিগের হয়ে গোল দুটি করেছেন আন্দ্রে সিলভা ও নর্দি মুকিলে।

চলতি মৌসুমে অসাধারণ ছন্দে আছেন এমবাপ্পে। এদিনও ধরে রেখেছেন নিজের সেই ছন্দ। ম্যাচের শেষ দিকে একটি পেনাল্টি মিস করলেও পুরো ম্যাচে অসাধারণ খেলেছেন তিনি। মেসির গোলদুটোর যোগানদাতাও এ তরুণ।

নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত এক শটে বল জালে পাঠান এমবাপে। তিন মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি এ ফরাসি তরুণ।

২৭ তম মিনিটে গোল আদায় করে সফরকারীরা। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে দারুণ এক ক্রস করেন আঞ্জেলিনো। ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি সিলভার।  

৪৯ মিনিটে এগিয়ে যায় লাইপজিগ। পার্ক দি প্রিন্স স্তব্ধ করে দেন মুকিলে। আঞ্জেলিনোর আরও একটি দারুণ ক্রসে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন এ ফরাসি মিডফিল্ডার। ১০ মিনিট পরই মেসি ও এমবাপ্পের রসায়নে সমতায় ফেরে পিএসজি। লাইপজিগ ডিফেন্ডারের ভুলে ফাঁকায় বল পেয়ে যান এমবাপে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক কাটব্যাক করেন এ তিনি। মেসির শট গোলরক্ষকের গায়ে লেগে বারপোস্টে লেগে ফিরে আসলেও গোলমুখ থেকে ফের শট নিয়ে জালে জড়ান তিনি। 

৭৪তম মিনিটে মেসির সফল স্পটকিকে এগিয়ে যায় পিএসজি। পানেনকা কিকে বল জালে পাঠান এ আর্জেন্টাইন। ডি-বক্সে এমবাপেকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তিন মিনিট পর সমতায় ফিরতে পারতো লাইপজিগ। তাদের দুই দফা জোড়ালো আক্রমণ ঠেকান পিএসজি ডিফেন্ডাররা।

যোগ করা সময়ে ডি-বক্সে আশরাফ হাকিমিকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। ব্যবধান বাড়ানোর সুযোগটি নষ্ট করেন এমবাপে। তার শট বারপোস্টের উপর দিয়ে চিলে যায়। এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো পিএসজি। 

এ গ্রুপের অপর ম্যাচে ক্লাব ব্রুজকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!