• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাপন-খেলোয়াড়দের দ্বন্দ্ব নিয়ে ডমিঙ্গোর প্রতিক্রিয়া


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৩, ২০২১, ০৭:১৫ পিএম
পাপন-খেলোয়াড়দের দ্বন্দ্ব নিয়ে ডমিঙ্গোর প্রতিক্রিয়া

ঢাকা:  স্কটল্যান্ডের কাছে হারের পর তিন সিনিয়রের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সুপার টুয়েলভ নিশ্চিতের পর এই বিষয়ে মুখ খুলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ নিয়ে ক্রিকেটারদের মনেও বিরাজ করছে চাপা ক্ষোভ।

তবে পাপনের সমালোচনা, খেলোয়াড়দের অভিমান নিয়ে ভাবতে চান না ডমিঙ্গো, ‘আমি এখানে এসেছি শুধু ক্রিকেটে মনোযোগ দিতে। দলের বাইরে কী হচ্ছে এ নিয়ে আমার চিন্তা করা সাজে না। আমার চিন্তা হল দলকে মানসিক ও শারীরিকভাবে ভালো করে প্রস্তুত করা।’

বিসিবি সভাপতির অসন্তোষ ছিল কোচিং নিয়েও। অতীতেও ডমিঙ্গোর কার্যক্রম নিয়ে তিনি অসন্তোষ জানিয়েছেন। তবে ডমিঙ্গোর দাবি, এসব চাপ স্পর্শ করে না তাকে, খেলোয়াড়দেরও এসব চাপ থেকে দূরে থাকার পরামর্শ দিলেন এই দক্ষিণ আফ্রিকান।

তিনি জানান, ‘বাংলাদেশের হয়ে খেলতে গেলে, ভালো না করলে সমালোচনা হবেই। আন্তর্জাতিক ক্রীড়ার অংশই এটা। কোচিংয়ের বড় এক অংশ হল যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে তাতেই মনোযোগ রাখা। মানুষ কী বলছে বা কী লিখছে তা নিয়ে আমাদের কিছু করার নেই।’

যে পারফরম্যান্স নিয়ে এত কথা, সেই পারফরম্যান্সেই তাই পূর্ণ মনোযোগ তার। ডমিঙ্গো বলেন, ‘আমরা শুধু আমাদের পারফরম্যান্সে মনোযোগ রাখতে পারি, পারফরম্যান্সে উন্নতি করতে পারি। এসব নিয়ে ভাবতে গেলে আমাদের মনোযোগ সরে যাবে। এটাই ক্রিকেট।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে ডমিঙ্গো জানান, বাংলাদেশ দল নিয়ে দারুণ আশাবাদী তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি। ‘আমার মনে হয় শ্রীলঙ্কার সাথে আমরা গত কয়েক মাসে কিছু ম্যাচ খেলেছি। ওয়ানডে এবং টেস্টে তাদের বিপক্ষে আমরা দারুণ কিছু ম্যাচ খেলেছি। আমাদের ভারসাম্যপূর্ণ একটি দল আছে যেখানে দক্ষ বোলারদের পাশাপাশি ভয়ংকর কিছু ব্যাটার আছে। সাকিবের মত বিশ্বমানের অলরাউন্ডার আছে আমাদের দলে।’

তাছাড়া ডমিঙ্গোর মতে, শারজার উইকেট মিরপুরের মত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সুবিধা পাবে বাংলাদেশ। ডমিঙ্গো জানান, ‘এখানকার কন্ডিশন আমাদেরকে সাহায্য করতে পারে। শারজার উইকেট অনেকটা ঢাকার উইকেটের মতই।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!