• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহদের ডমিঙ্গোর কঠোর নির্দেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৩, ২০২১, ০৯:৪৫ পিএম
মাহমুদউল্লাহদের ডমিঙ্গোর কঠোর নির্দেশ

ঢাকা:  শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেরদিন শনিবার (২৩-১০-২১) সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি জানান, ‘আমি এখানে শুধু ক্রিকেটেই মনোযোগী। মাঠের বাইরে থেকে কী বলা হয়েছে, তা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। আমার দৃষ্টি আগামীকাল রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে ভাল মতো তৈরি করা।’

ডোমিঙ্গো স্বীকার করেন, ব্যর্থ হলে সমালোচনা হবেই। তা শুনতেও হবে। হজম করেই নিজেদের খেলার জন্য তৈরি রাখতে হবে।

এ সম্পর্কে তার কথা, ‘আপনি যখন বাংলাদেশের হয়ে খেলবেন, তখন ফল নেতিবাচক হলে সমালোচনা হবেই। এটা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেরও অবিচ্ছেদ্য অংশ। খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনা হবেই।’

ডমিঙ্গো বোঝানোর চেষ্টা করেন, কোচিংয়ের একটা বড় অংশই হলো পারফরমারদের সে সব সমালোচনা মুক্ত রাখা। এ কারণে তার মুখে একথা, ‘আসলে যা বলা হয় এবং লেখা হয়, সে সব আমাদের হাতে নয়। সেটা থামানোরও দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ হলো পারফর্ম করা। আমাদের সেই পারফরম্যান্স নিয়েই মনোযোগী থাকা উচিৎ। আর সঙ্গে নিজেদের পারফরম্যান্সের মূল্যায়নও করা দরকার। আর পাশাপাশি কোথায় আমাদের উন্নতি দরকার, তা নিয়েও ভাবা উচিৎ।’

বাংলাদেশ কোচ পরিষ্কার বলে দিয়েছেন, লিখিত আর মৌখিক সমালোচনার জবাবে ওপরের কাজগুলো না করে যদি তা নিয়ে প্রতিক্রিয়া দেখানো হয় এবং ভিতরে ভয়-ভীতি জাগে, তাহলে পারফরম্যান্সের ক্ষতি অনিবার্য্য। এতে করে মনোযোগ ও দৃষ্টিটা যে যে জায়গায় থাকার কথা, সেখান থেকে অন্যদিকে চলে যায়।’

ডমিঙ্গো জানিয়ে দিয়েছেন, এ সব সমালোচনা নিয়ে ক্রিকেটারদের সাথে তার কথা হয়েছে। তিনি তাদের পরিষ্কার বলে দিয়েছেন, ‘আমি ছেলেদের সাথে দীর্ঘ আলাপে কঠোর ভাষায় বলে দিয়েছি, তাদের আসল কাজ কী এবং কোথায় ফোকাস থাকা দরকার। আরও বলে দিয়েছি, এটাই হলো ক্রিকেট।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!