• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ভয় বাটলারের


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৬, ২০২১, ১০:৩৪ পিএম
বাংলাদেশকে ভয় বাটলারের

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে চ্যালেঞ্জিংই মনে করছে ইংল্যান্ড। আজ সংবাদ সম্মেলনে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার সে কথাই বলেছেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো দল। আবুধাবির কন্ডিশন অনেকটা তাদের ঘরের মাঠের মতোই। দলটা শক্তিশালী। 

গত কয়েক বছর ওরা অনেক সাফল্য পেয়েছে, বিশেষ করে ঘরের মাঠে। এখন যে ধরনের কন্ডিশন থাকবে, সেটার সঙ্গে ওদের পরিচয় থাকার কথা। আমরা কঠিন চ্যালেঞ্জই প্রত্যাশা করছি।’

বাংলাদেশ দলের কাছ থেকে যে ‘কঠিন চ্যালেঞ্জ’ প্রত্যাশা করছেন বাটলার, সেটির ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘বাংলাদেশ দল সাধারণ স্পিন-নির্ভর দল। ওরা অনেক বেশি ফিঙ্গার স্পিনার খেলায়। সাকিব আল হাসান যেমন অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। অনেক অভিজ্ঞ ক্রিকেটার তিনি।’

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সামর্থ্যের প্রশংসাও শোনা গেল বাটলারের কথায়, ‘ওদের ব্যাটসম্যানরা স্কয়ার অব দ্য উইকেটে খুব শক্তিশালী। সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা অনেক দিন ধরে খেলছে।’

আইপিএল-সতীর্থ মোস্তাফিজুর রহমানের বোলিং নিয়েও আলাদা করেই বলেছেন বাটলার, ‘মোস্তাফিজুর তার বাঁহাতি পেস বোলিং আর স্লোয়ার বলের কারণে বেশ কার্যকর। দলটায় অনেক ম্যাচ জেতানো ক্রিকেটার আছে।’

সাম্প্রতিককালে বিভিন্ন দল নতুন বলে ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও জেসন রয়ের বিপক্ষে বাঁহাতি স্পিন বা লেগ স্পিন ব্যবহার করে আসছে। দেখা যাচ্ছে, বাঁ হাতি স্পিন ও লেগ স্পিনে দুজনেরই স্ট্রাইক রেট কমে আসে। বাংলাদেশ দলও যে একই কৌশল কাজে লাগানোর চেষ্টা করবে, সেটি বাটলারেও জানা। সে অনুযায়ী নিজেদের প্রস্তুতও করছেন এই ইংলিশ ওপেনার, ‘স্পিন অনেক বড় ভূমিকা রাখবে এই ধরনের কন্ডিশনে। বাংলাদেশ দলে অনেক বাঁহাতি স্পিনার থাকবে। আমরাও সেভাবে প্রস্তুত হচ্ছি।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!