• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিল্ডিংয়ে নামিবিয়া


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৭, ২০২১, ০৭:৪১ পিএম
ফিল্ডিংয়ে নামিবিয়া

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আসরের অপেক্ষাকৃত দুর্বল দুই দল স্কটল্যান্ড আর নামিবিয়া। ম্যাচ শুরু হবে রাত ৮টায়। এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নামিবিয়া।

বাংলাদেশকে হারিয়ে প্রথম রাউন্ড শুরু করেছিল স্কটল্যান্ড। সুপার টুয়েলভে অবশ্য আফগানিস্তানের কাছে ১৩০ রানের বিশাল ব্যবধানে উড়ে গেছে। অন্যদিকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে নামিবিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই দুই দলের পরিসংখ্যানে নজর দেওয়া যাক।

এখন পর্যন্ত এই ফরম্যাটে মোট ৮ বার দেখা হয়েছে স্কটল্যান্ড-নামিবিয়ার। সমান ৪ বার করে জিতেছে দুই দল। নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫ উইকেটে ২৩০। ২০১১ সালে উইন্ডহোকে এই স্কোর তারা গড়েছিল। একই সিরিজের চতুর্থ ম্যাচে নামিবিয়া করেছিল ৩ উইকেটে ২২৩ রান। আবার ওই সফরেই সর্বনিম্ন ৫৫ রানে অল-আউট হয়েছিল নামিবিয়া। আর স্কটল্যান্ডের সর্বনিম্ন সংগ্রহ ছিল ১০৭ রান।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!