• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চেষ্টা করছি, কিন্তু আমাদের দিয়ে হচ্ছে না


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৭, ২০২১, ০৯:১৩ পিএম
চেষ্টা করছি, কিন্তু আমাদের দিয়ে হচ্ছে না

ঢাকা: ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আঙুল তোলা হয় বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ওপর। কিন্তু সেই ব্যর্থতার ব্যাখ্যা দিতে হয়েছে বোলার নাসুম আহমেদকে। ব্যাটিং ভরাডুবির দিনে আজ বাংলাদেশ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসেছেন এই বাঁহাতি স্পিনার। 

তিনি বলছিলেন, ‘ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা প্রথম ছয় ওভারে রান তুলতে পারছি না। এই জন্য আমরা পিছিয়ে পড়ছি। রানও তুলতে পারছি না। উইকেটও পড়ছে। এটা নিয়ে সবাই আলোচনা করছি। সবারই ভালো কিছু করার চেষ্টা আছে। কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।’  

যদিও এখনই আশা হারাচ্ছেন না নাসুম। বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশ দলের আরও তিনটি ম্যাচ বাকি। একটি ম্যাচ জিতলেই ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগবে, বদলাবে ভাগ্য। এমন আশার কথা শোনালেন এই বাঁহাতি স্পিনার, ‘আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান থেকে একটা ম্যাচ জিততে পারলে বাকি দুটি ম্যাচেও আমরা ভালো করতে পারব। একটা ম্যাচ জিতলেও পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস পেয়ে যাব।’

পরের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২৯ অক্টোবর শারজার বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ দলের মতোই ওয়েস্ট ইন্ডিজও তাদের প্রথম দুই ম্যাচে হেরেছে। বাংলাদেশকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মুখিয়ে থাকবে ক্যারিবীয়রাও। তার আগে ব্যাটিং ছন্দে ফিরতে হবে মাহমুদউল্লাহদের, সেটি আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!