• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিষেকের ৬ বছর পর লিটনের সেঞ্চুরি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৬, ২০২১, ০৪:২২ পিএম
অভিষেকের ৬ বছর পর লিটনের সেঞ্চুরি

ঢাকা: অবশেষে টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। পতুল্লায় ২০১৫ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক লিটনের। এ সংস্করণে সেঞ্চুরি পেতে তার সময় লাগল ছয় বছর!

৭৮তম ওভারে নোমান আলীর বলে ঝুঁকিপূর্ণভাবে ১ রান নিয়ে সেঞ্চুরি তুলে নেন লিটন। টেস্টে পঞ্চম উইকেটে বাংলাদেশ সর্বোচ্চ রানের জুটি দেখেছে সাকিব-মুশফিকের সৌজন্যে। ২০১৭ সালে ওয়েলিংটনে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন দুজন। আজ এই পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে আপাতত পঞ্চম সর্বোচ্চ রানের জুটি গড়ে ব্যাট করছেন মুশফিক-লিটন।

তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টে বাংলাদেশের হয়ে পঞ্চম উইকেটে এটি সর্বোচ্চ রানের (১৫৯*) জুটি। এ পথে মেহরাব হোসেন-মুশফিকের গড়া ১৪৪ রানের জুটি টপকে গেলেন লিটন-মুশফিক।

অবিচ্ছিন্ন ১৮৮ রানের জুটি গড়েছেন পঞ্চম উইকেটে। সেঞ্চুরি করে অপরাজিত লিটন। অন্য প্রান্তে ৭৭ রানে ব্যাট করছেন মুশফিক।

বাংলাদেশ ওভার শেষে ৪ উইকেটে ২৩৮।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!