• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাকরি ছাড়লেন বাংলাদেশের ফিজিও


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৬, ২০২১, ০৯:২২ পিএম
চাকরি ছাড়লেন বাংলাদেশের ফিজিও

ঢাকা: বিশ্বকাপ ব্যর্থতার পর ফিল্ডিং কোচ দক্ষিণ আফ্রিকার রায়ান কুকের সাথে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার সেই তালিকায় যোগ হলেন আরেক দক্ষিণ আফ্রিকান। বিসিবির সাথে আর চুক্তি নবায়ন করছেন না বাংলাদেশ জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। 

নিজের ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে নিজের বার্তায় চাকরি ছাড়ার কারণ হিসেবে বলেছেন জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে যাওয়ার কথা। সেই সঙ্গে জানিয়েছেন করোনা পরীক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার কথাও, ‘আমার ইনিংসটি শেষ হলো। 

বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আমি সেটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অতিমারির এই সময় আন্তর্জাতিক ভ্রমণে আমাদের সঙ্গী জৈব সুরক্ষাবলয়ের জীবন। কোয়ারেন্টিনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা ছিল সব সময়ই কঠিন। এটি একটি বিরাট চ্যালেঞ্জ। গত ১৮ মাসে ১০০’র বেশিবার আমি করোনা পরীক্ষা করিয়েছি। এটা করতে করতে আমার নাকে এখনো ব্যথা।’

বাংলাদেশ দলে বন্ধুদের কথাও বলেছেন তিনি, ‘আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। এমন একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। বাংলাদেশ দলে আমার সঙ্গীদের সঙ্গেও তৈরি হয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’

বাংলাদেশ দলে ফিজিও হিসেবে চাকরির এই সময়টা দলের কিছু অর্জনকে নিজের অর্জনও বলেছেন তিনি, ‘আমি বাংলাদেশ দলের ফিজিও থাকাকালীন কিছু অর্জন আছে আমার। ভারতে দিনরাতের টেস্টে গ্যালারিভর্তি দর্শকের সামনে দলের খেলার কথাটা মনে পড়ছে। সে খেলায় গ্যালারির দর্শকের চিৎকার এখনো আমার মাথায় ঘোরে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয়-এটাও ভীষণ গর্বের।’

সোনালীনিউজ/এআর
 

Wordbridge School
Link copied!