• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চতুর্থ দিনের শেষটাও কাটল হতাশায়


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২১, ০৪:৫০ পিএম
চতুর্থ দিনের শেষটাও কাটল হতাশায়

ঢাকা: চট্রগ্রাম টেস্টের তৃতীয় দিনে হতাশ করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। আর চতুর্থ দিনে হতাশ করলেন বোলাররা।

২০২ রানের লক্ষ্য দিয়ে এখন পর্যন্ত একটি উইকেটও তুলে নিতে পারেননি তাইজুল-মেহেদীরা। এদিকে পাকিস্তান পেল আরো একটি উদ্বোধনী জুটির শতরান।  

চতুর্থ দিনের খেলা শেষে বিনা উইকেটে ১০৯ রান তুলেছে পাকিস্তান। জয়ের জন্য আর ৯৩ রান চাই পাকিস্তানের। ৫৬ রানে অপরাজিত আবিদ আলী। অন্য প্রান্তে ৫৩ রানে অপরাজিত আব্দুল্লাহ শফিক। ৩৩ ওভার ব্যাট করেছে পাকিস্তান। 

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে ১৪৬ রানের জুটি গড়েন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। দ্বিতীয় ইনিংসেও শতরান পেরিয়ে গেলেন দুজন। 

পাকিস্তানের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আবিদ আলী দ্বিতীয় ইনিংসেও জমে গেছেন উইকেটে। ২৯তম ওভারে অর্ধশতক তুলে নিলেন এ ওপেনার। অন্যদিকে প্রথম ইনিংসের মত এ ইনিংসেও অর্ধশতক পূর্ণ করেছেন আবদুল্লাহ শফিক।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!