• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাকিবকে ছেড়ে মোস্তাফিজকে নিচ্ছে কলকাতা


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২, ২০২১, ০৬:১৯ পিএম
সাকিবকে ছেড়ে মোস্তাফিজকে নিচ্ছে কলকাতা

ঢাকা: ক্লাব ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলে এরই মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ফেলেছেন মোস্তাফিজুর রহমান।খেলেছেন হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে। মোট ৩৮ ম্যাচে নিয়েছেন ৩৮টি উইকেট। 

ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, বাংলাদেশের কাটার মাষ্টারকে টানতে পারেন সাকিবের সাবেক ক্লাব কলকাতা নাইট রাইডার্স। আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল ২০২২ এর নিলাম। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাঁহাতি পেসার হিসেবে মোস্তাফিজুরকে নিতে পারে কেকেআর। ডেথ ওভারে বুদ্ধিদীপ্ত বল করতে পারেন। ইডেনে খেলা হবে। বাংলাদেশি পেসারের কলকাতার সমর্থন মিলবে সেটাও নিশ্চিত। তাছাড়া কামিন্স বা ফার্গুসনের থেকে কিছুটা হলেও কম টাকায় পাওয়া যাবে মোস্তাফিজকে। তাই কলকাতার নজরে আছেন দ্য ফিজ।

এসব কথাই উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে।এখন দেখার বিষয় ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কলকাতাই কি বাংলাদেশ দলের সেরা এই পেসারকে কিনে নেয় নাকি অন্য কোনো দলের নজরে পড়েন।

জানা গেছে, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি প্রথম সপ্তাহে এই নিলাম আয়োজন করতে পারে আইপিএল কমিটি। আগের আইপিএলে অংশগ্রহণকারী ৮টি দলের সঙ্গে এই বছর দুটি নতুন দল সংযোজিত হয়ে মোট ১০দলের আইপিএল হতে চলেছে ২০২২ সালে।

এর আগে নিলামে খেলোয়াড় বাছাই করার জন্য ভারতীয় বোর্ড, বিসিসিআই প্লেয়ার রিটেনশন পলিসি এনেছে। যেখানে আগের ৮টি দল ৪জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। সেই খেলোয়াড়ের তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। তালিকায় বাংলাদেশি কোনো ক্রিকেটারকে ধরে রাখেনি তাদের পুরানো ফ্রাঞ্চাইজি।

বাংলাদেশিদের মধ্যে নিয়মিত আইপিএল খেলেন সাকিব ও মোস্তাফিজ। সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব অন্যদিকে মোস্তাফিজ খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। দুই দলই ছেড়ে দিয়েছে সাকিব-মোস্তাফিজকে। কলকাতা আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে দলে রেখেছে।

অন্যদিকে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন, জস বাটলার এবং জয়েসওয়ালকে নিজেদের দলে রেখেছে। এতে আগামী আইপিএলের নিলামে উঠবে সাকিব-মোস্তাফিজ। সাকিব বর্তমানে বিশ্বসেরা অলরাউন্ডার। তাই তাকে যেকোন ফ্রাঞ্চাইজি কিনতে চাইবে। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের উপরই নির্ভর করছে সাকিব-মোস্তাফিজের আইপিএল।  

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!