• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিরপুর টেস্ট দেখা যাবে ৫০ টাকায়


স্পোর্টস ডেস্ক ডিসেম্বর ৩, ২০২১, ১২:৪৬ পিএম
মিরপুর টেস্ট দেখা যাবে ৫০ টাকায়

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে টাইগাররা। শনিবার (৪ ডিসেম্বর) হোম গ্রাউন্ড অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।এর আগে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে লিড পেয়েও ৮ উইকেটে বড় ব্যবধানে পরাজিত হয় মুমিনুল বাহিনী।

এদিকে মিরপুর টেস্টের টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই ম্যাচের জন্য ন্যুনতম টিকিট ধার্য করা হয়েছে ৫০ টাকা। ৫০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।

টিকিট কিনতে সরাসরি যোগাযোগ করতে হবে মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। 

আগের সবগুলো ম্যাচের মতো এই ম্যাচেও একই শর্ত প্রযোজ্য। 

১৮ বছরের বেশি বয়সিদের মধ্যে কেবল দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকরাই মাঠে ঢুকে খেলা দেখতে পারবেন। মাঠে প্রবেশের সময় টিকার সনদ দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সিদের সনদ লাগবে না।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!