• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের কোচ হচ্ছেন বার্সার জনপ্রিয় মুখ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৭, ২০২২, ০৮:১৯ পিএম
বাংলাদেশের কোচ হচ্ছেন বার্সার জনপ্রিয় মুখ

ঢাকা: বার্সেলোনার একাডেমির সাবেক জনপ্রিয় কোচ হাভিয়ের ক্যাবরেরাকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, ৩৭ বছর এ কোচের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে অনেকটাই।

গত সেপ্টেম্বরে ব্রিটিশ কোচ জেমি ডেকে অব্যাহতি দেয় গেম গভর্নিং বডি। এরপর বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন এবং আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোসকে দুটি আলাদা টুর্নামেন্টের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাফুফে।  

সব ঠিকঠাক হলে আগামী জানুয়ারিতেই বাংলাদেশের ডাগআউটে দেখা যেতে পারে ক্যাবরেরাকে। জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিতে আগামী সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে তার।

এ প্রসঙ্গে ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান ও বাফুফের ভাইস-প্রেসিডেন্ট কাজী নাবিল জানান, 'ন্যাশনাল টিম কমিটির সভার আগে আমি কিছু বলতে পারছি না। কে হতে পারেন তা ওই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।'

উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ক্যাবরেরারের। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়ার মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ক্যাবরেরা। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!