• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিফা বর্ষসেরার দৌড়ে এগিয়ে তিন ফুটবলার


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৭, ২০২২, ০৯:৪২ পিএম
ফিফা বর্ষসেরার দৌড়ে এগিয়ে তিন ফুটবলার

ঢাকা: গত বছরের নভেম্বরে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ব্যালন ডি অর পুরস্কার জিতেছিলেন মেসি। তখনই ধারণা করা হয়েছিল, ফিফা দ্য বেস্ট পুরস্কারেও এগিয়ে থাকবেন তিনি।

হলোও তাই। এখন পর্যন্ত ছয়বার দ্য বেস্ট জিতেছেন মেসি। এবার জিতলে ব্যালনের মতো এটিও সপ্তমবারের মতো ঘরে তুলবেন তিনি।

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে আছেন রবার্ট লেওয়ানডস্কি ও মোহামেদ সালাহ। দ্য বেস্ট তথা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার প্রথমে ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। সেখান থেকে বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন, আরলিং হালান্ড, জর্জিনহো, এনগোলো কান্তে ও কিলিয়ান এমবাপে।

২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যকার পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার। ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতেই ঘোষণা করা হবে চূড়ান্ত পুরস্কার।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!