• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জকোভিচকে ছাড়তে বাধ্য হল অস্ট্রেলিয়া 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১০, ২০২২, ০৭:৪৫ পিএম
জকোভিচকে ছাড়তে বাধ্য হল অস্ট্রেলিয়া 

ঢাকা: করোনা টিকা না নেওয়ায় টেনিস তারকা নোভাক জকোভিচের ভিসা বাতিল করে তাকে আটক করেছিল অস্ট্রেলিয়ার সরকার। অবশেষে আইনি লড়াই জিতে স্বস্তিতে সার্বিয়ার এ তারকা।

সোমবার কোর্ট জানিয়ে দেয়, সার্বিয়ান তারকার ভিসা বাতিল করা যাবে না। জানা গেছে, অস্ট্রেলিয়া সরকার ফের আদালতে গিয়ে জকোভিচের ভিসা বাতিল করার আবেদন জানাতে পারে।

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে সেদেশে যাবার পর থেকেই সমস্যা শুরু জকোভিচের সঙ্গে। নিজের যুক্তিতে অনড় নোভাক জকোভিচ। কিছুতেই করোনার টিকা তিনি নেবেন না। টিকাকরণ সম্পূর্ণ না হওয়ায় বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে অস্ট্রেলিয়ার মাটিতে ঢুকতেই দিতে চাইছিল না অস্ট্রেলিয়ার প্রশাসন।

জকোভিচের এই সমস্যায় পড়ার পিছনে অনেক অংশে দায়ী অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেগ টিলে। এক কঠিন পরিস্থিতির মধ্যে তিনি ক্রমাগত নির্দেশিকা বদল করেছেন। অপর দিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আগেই টেনিস অস্ট্রেলিয়া'কে জানিয়েছিল প্রতিযোগীদের ভিসা পাওয়ার গাইডলাইনের বিষয়ে। মূলত আয়োজকদের ব্যর্থতায় এই ভাবে ভুগতে হয়েছে বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!