• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রিভিউ

খরুচে সিলেট সানরাইজার্সে তারার হাট


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৮, ২০২২, ০৬:১৬ পিএম
খরুচে সিলেট সানরাইজার্সে তারার হাট

ঢাকা: জাতীয় দলে এখনকার ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ ছাড়া আর কাউকে দলে টানেনি সিলেট সানরাইজার্স।

সরাসরি চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে তাসকিনকে ৭০ লাখ টাকা পারিশ্রমিকে ড্রাফটের আগেই দলে টেনেছে সিলেট। এ চুক্তিতে বাকি তিন বিদেশির পারিশ্রমিকের অঙ্ক জানা যায়নি। 

সরাসরি ও দেশি ড্রাফট মিলিয়ে মোট ১৩ জন দেশি ক্রিকেটারকে দলে টেনেছে সিলেট। দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক হিসেবে সিলেটের কাগজে-কলমে খরচ ২ কোটি ৯৮ লাখ টাকা।   

দলটি গঠন করেছে সম্ভাবনাময় এক দল। বিদেশি ক্যাটাগরিতে সরাসরি সাইনিং করা হয়েছিল শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, ওয়েস্ট ইন্ডিজ কেসরিক উইলিয়ামস ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে।

প্লেয়ার্স ড্রাফট থেকে সিলেট দলে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, মুক্তার আলীর মত ক্রিকেটারকে।

সিলেট সানরাইজার্সের স্কোয়াড 

সরাসরি: তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।

ড্রাফট থেকে: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত), মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!