• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-খুলনা ম্যাচে বিরল রান আউট 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২১, ২০২২, ০৮:২৬ পিএম
ঢাকা-খুলনা ম্যাচে বিরল রান আউট 

ঢাকা: থিসারার মিডল স্ট্যাম্পে থাকা স্লোয়ার ডেলিভারিটি থার্ড ম্যানের দিকে ঠেলে দিয়ে সিঙ্গেলের জন্য দৌড় দেন রাসেল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

থার্ডম্যানে দাঁড়ানো তানজিদ তামিম বল ধরেই থ্রো করেন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্পে, যা ভেঙে দেয় স্ট্যাম্প। তবে মাহমুদউল্লাহ পপিং ক্রিজে ঢুকে যাওয়ায় বেঁচে যান।

এদিকে স্ট্রাইক প্রান্তে স্ট্যাম্প ভাঙার পর সেই বলই আবার আঘাত হানে নন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্পে। কিন্তু তার আগে পপিং ক্রিজে ঢুকতে পারেননি রাসেল। অপরপ্রান্তে তাকিয়ে থাকতে থাকতে নিজের উইকেটই হারিয়ে বসেন তিনি। আর এক থ্রোয়ে দুই স্ট্যাম্প ভেঙে বিরল রানআউটের জন্ম দেন তামিম।

এর আগে ইনিংসের নবম ওভারের প্রথম বলে সরাসরি থ্রোয়ে শাহজাদকেও সাজঘরে পাঠিয়েছিলেন তানজিদ তামিম। ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়েই দুই রানের জন্য ছুটেছিলেন তামিম ইকবাল। খানিক ধীরেই দৌড়াচ্ছিলেন শেহজাদ। সুযোগ বুঝে বাউন্ডারি থেকে থ্রো করে স্ট্যাম্প ভেঙে দেন তামিম, বিদায়ঘণ্টা বাজে ২৭ বলে ৪২ রান করে শেহজাদের।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!