• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাকিবকে নিয়ে ভাবনার কথা জানালেন করুনারত্নে


ক্রীড়া ডেস্ক মে ১৩, ২০২২, ০৯:৩৫ পিএম
সাকিবকে নিয়ে ভাবনার কথা জানালেন করুনারত্নে

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে আছেন সাকিব আল হাসান। এই সিরিজ খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে আসেন তিনি। দেশে ফিরেই প্রথম দুই বারের পরীক্ষায়ই কোভিড পজিটিভ হন সাকিব।

চট্টগ্রাম টেস্টে তাই তার খেলা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। সাকিবের বিকল্প হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকতকে দলভুক্তও করে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগেই আবার কোভিড পরীক্ষা করিয়ে নেগেটিভ হয়েছেন সাকিব। 

ফলে এখন তার প্রথম ম্যাচেই খেলার সম্ভাবনা আছে। তবে সাকিবের খেলা নির্ভর করছে কোভিড পরবর্তী সময়ে তার শারিরীক ও মানসিক অবস্থার ওপর।

সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ঠিকই তার জন্য বিশেষ পরিকল্পনা সাজিয়েছে শ্রীলঙ্কা। কারণ তিনি যে দলের সেরা অলরাউন্ডার। বল হাতে কিংবা ব্যাট হাতে- উভয় ভূমিকাতেই প্রতিপক্ষকে ধ্বসিয়ে দেওয়ার ক্ষমতা আছে সাকিবের।

সাকিবকে নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, 'যখন সাকিব ছিল, তখন তার জন্য আমাদের পরিকল্পনা ছিল'। এবং এখনো তার জন্য আমাদের পরিকল্পনা আছে। সে সেরা একজন অলরাউন্ডার। আমরাও নিজেদের সেরাটা দিবো এবং দেখা যাক কীভাবে সব এগোয়।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!