• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্যালারিতে বসে লুডু খেলছেন দর্শকরা  


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০২২, ০৩:১৩ পিএম
গ্যালারিতে বসে লুডু খেলছেন দর্শকরা  

ঢাকা: বৃষ্টির কারণে বন্ধ রয়েছে মিরপুর টেস্ট। খেলা বন্ধ থাকায় গ্যালারিতে বসেই অলস সময় কাটাচ্ছেন দর্শকরা। কিন্তু এভাবে আর কতক্ষণ তাইতো অনেক দর্শক মজেছেন লুডু খেলায়। 

শুরুর দিন থেকেই শের-ই-বাংলার গ্যালারি মাতিয়ে রেখেছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের ফ্রি-তে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। আজও তার ব্যতিক্রম ঘটেনি। নর্দার্ন-সাউদার্ন গ্যালারির (শেডের নীচে) অধিকাংশ আসন ছিল পূর্ণ। এ ছাড়াও আছেন পয়সা খরচ করা দর্শকও।

নর্দার্ন গ্যালারির দিকে যেতেই দেখা যায়, বসে বসে লুডু খেলছেন অনেকে। তাদের ইশারা দিলেও স্মার্টফোনে লুডুর ঘর ছেড়ে আসেননি! 

গ্যালারির প্রাণ এই দর্শকরা। ঘরের মাঠে খেলার অন্যতম সুবিধা এটি। শুরু থেকেই মজার মজার স্লোগানে তারা মাতিয়ে রেখেছিলেন। তাদের স্লোগানে আরও উদ্বুদ্ধ হন ক্রিকেটাররা। যেমন একটি ছিল সাকিব আল হাসানকে নিয়ে। ‘শিরায় শিরায় রক্ত, আমরা সাকিব ভাইয়ের ভক্ত’- এ রকম আরও কত কী। 

সাকিব ভাই, তামিম ভাই ডাক শোনা যায় হরহামেশাই। খেলার মাঠে থাকায় তাদের আর সাড়া দেওয়া হয় না। তবে নিরাশ করেননি নুরুল হাসান সোহান। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!