• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম পোলিশ নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন সিওনতেক


ক্রীড়া ডেস্ক জুন ৪, ২০২২, ০৯:৫৩ পিএম
প্রথম পোলিশ নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন সিওনতেক

ঢাকা: ফ্রেঞ্চ ওপেনে ফেবারিট হিসেবেই এসেছিলেন ইগা সিওনতেক। শিরোপা জেতাটাও তাই ছিল সময়ের ব্যাপার। আজ ফাইনালে কোকো গফকে উড়িয়ে দিয়ে রোলাঁ গারোয় দ্বিতীয় শিরোপা জিতেছেন সিওনতেক। প্রথম পোলিশ নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি।

ক্যারিয়ারের গ্র্যান্ড স্লামের প্রথম ফাইনাল খেলতে নামা যুক্তরাষ্ট্রের ১৮ বছরের তরুণী গফকে আজ ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন সিওনতেক। 

এ নিয়ে টানা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজের জয়রথটা ৩৫ ম্যাচে নিয়ে গেছেন তিনি। একুশ শতকে টানা জয়ের রেকর্ডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ছুঁয়ে ফেলেছেন ভেনাস উইলিয়ামসকে। 

টেনিসের উন্মুক্ত যুগে একাধিক ফ্রেঞ্চ ওপেন জেতা দশম নারী খেলোয়াড় হয়ে গেছেন এ বছর সব মিলিয়ে টানা ছয়টি শিরোপাজয়ী সিওনতেক।

২১ বছর বয়সী পোলিশ তারকা এর আগে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। নিজের গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারেই দ্বিতীয় শিরোপা জিতলেন সিওনতেক।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!