• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেন্ট লুসিয়ায় বৃষ্টি, উইন্ডিজের লিড ১৪২


ক্রীড়া ডেস্ক জুন ২৬, ২০২২, ০৯:৩২ পিএম
সেন্ট লুসিয়ায় বৃষ্টি, উইন্ডিজের লিড ১৪২

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার লক্ষ্যে তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। দিনের শুরুতেই মিলেছে সুফল। মিরাজ-খালেদের আঘাতে ৭ উইকেট শেষ উইন্ডিজের।

তবে তৃতীয় দিনের শুরুর পর এক ঘণ্টাও পার হয়নি। এর মাঝেই হানা দেয় বৃষ্টি। ১০ ওভার হওয়ার পর খেলা বন্ধ রয়েছে। এখন পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৭৬ রান। উইন্ডিজের লিড ১৪২ রান। তৃতীয় দিনের দ্বিতীয় ওভার জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান মেহেদি হাসান মিরাজ।

মিরাজের পরই খালেদ আহমেদের আক্রমণ। নতুন ব্যাটসম্যান আলঝারি জোসেফকে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান খালেদ। তার শট বলে পুল করতে চেয়েছিলেন জোসেফ। কিন্তু ব্যাটে বলে ঠিকমতো সংযোগ হয়নি। ৯ বলে ৬ রান করেন জোসেফ। আর বাকি ৩ উইকেট। এটি খালেদের তৃতীয় উইকেট। পথের কাঁটা হয়ে এখনো ক্রিজে আছেন কাইল মায়ার্স। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!