• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাকিবের টেস্ট খেলা নিয়ে নতুন তথ্য দিলেন পাপন


ক্রীড়া ডেস্ক জুন ২৯, ২০২২, ০৮:১৫ পিএম
সাকিবের টেস্ট খেলা নিয়ে নতুন তথ্য দিলেন পাপন

ঢাকা: অ্যান্টিগার পর সেন্ট লুসিয়াতেও বড় ব্যবধানে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই টেস্টেই বাজে ভাবে হেরেছে বাংলাদেশ।

এমন একটা সিরিজের পর অধিনায়ককে প্রশ্নের মুখে পড়তে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাকিব উল্টো জানান, বাংলাদেশে টেস্ট ম্যাচ দেখে কয়জন?

সাকিব আরো বলেন, ‘খেলোয়াড়দের এখানে খুব বেশি দোষ দেওয়াটা ঠিক হবে না। শুধু খেলোয়াড়দেরই দোষ দিলে হবে না। আমাদের দেশের সিস্টেমটাই কিন্তু এমন। আপনি কবে দেখছেন বাংলাদেশে ৩০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখছে বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে?’

এত সব আলোচনার মধ্যে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন নতুন তথ্য, সাকিব না কি টেস্ট খেলতেই চান না। অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্য এরকমই। 

বুধবার বিসিবির বোর্ড সভা শেষে সাকিব ওয়ানডে খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে উইন্ডিজে সাকিবের সাদা পোশাকে খেলতে না চাওয়ার ইচ্ছের কথা জানান তিনি।

পাপন বলেছেন, ‘সাকিব এইটা আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে টেস্ট খেলবে না, ওয়ানডে-টি-টোয়েন্টি খেলবে। পরে তো সে খেলল, অধিনায়কও হলো। আজকে-কালকের মধ্যে ওর সঙ্গে কথা বললে বলতে পারবো আসলে খেলবে কি না। ’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!