• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরুতে চাপে জিম্বাবুয়ে


ক্রীড়া ডেস্ক আগস্ট ১০, ২০২২, ০৫:৪৫ পিএম
শুরুতে চাপে জিম্বাবুয়ে

ঢাকা: প্রথম ওয়ানডেতেও প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। ৩০৩ রান তাড়ায় সে ম্যাচ অবশ্য তারা জিতেছিল ৫ উইকেটে।

তৃতীয় ওয়ানডেতেও একই হাল। তবে এবারের রান প্রথম ওয়ানডের মতো নয়, তার চেয়ে অনেক কম। জিম্বাবুয়ের স্কোর ২ উইকেট হারিয়ে ১৫।

‘স্লো ডেথ’ আম্পায়ার। রুডি কোয়ের্তজেন পরিচিত ছিলেন এই নামে। আউটের সিদ্ধান্ত দিতে দেরি করতেন বলেই ওই সিদ্ধান্ত। ল্যাংটন রুসেরে মনে করালেন কোয়ের্তজেনকেই। বেশ খানিকটা সময় নিয়ে অবশেষে আঙুল তুললেন তিনি, সেটিও আবার কোয়ের্তজেনের মতোই বাঁ হাতের। 

হাসান মাহমুদের ভেতরের দিকে ঢোকা বলটা আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে গিয়েছিলেন তাকুদজোয়ানাশে কাইতানো। হয়েছেন এলবিডব্লু। প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা।  

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!