• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘সাকিব নিজের ভুল বুঝতে পেরেছে’


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৩, ২০২২, ০৬:১৬ পিএম
‘সাকিব নিজের ভুল বুঝতে পেরেছে’

ঢাকা: টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিবকে বেছে নিয়ে এশিয়া কাপের পরিকল্পনা সাজিয়েছিল বিসিবি। কিন্তু বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে সাকিব নতুন করে বিতর্কের জন্ম দেন। তাতে বিসিবি জিরো টলারেন্স দেখায়। সাফ জানিয়ে দেয়, বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি না ভাঙলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না সাকিবের।

বিসিবির এমন কড়া অবস্থানের পর সাকিব সেই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবিকে লিখিতভাবে জানান। তবে চুক্তি বাতিল করলেও বিসিবির নীতিমালা ভঙ্গ করার দায় সাকিবের ওপর ছিল।

গতকাল দেশে ফেরার পর আজ বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসে নিজের অবস্থান পরিস্কার করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

বৈঠক শেষে বিসিবি সভাপতির বাসভবনে উপস্থিত সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। এটা করা তার ঠিক হয়নি। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাকিবকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিল। তাকে আমাদের প্রয়োজন। নিজের ভুল স্বীকার করে যখন সে ফিরে এসেছে, তখন এটাকেই আমরা সঠিক ধরে নিয়েছি এবং তাকে দায়িত্ব দিয়েছি।’

জালাল ইউনুস আরো বলেন, ‘সে কোনো ভুল করেনি। অনলাইন নিউজ পোর্টাল মনে করে সে চুক্তি করেছিল।’

তাহলে তারা কী সাকিবকে মিসগাইড করেছিল? উত্তরে জালাল ইউনুস বলেন, ‘হ্যাঁ, তার (সাকিব) কাছে মনে হয়েছিল হয়তো মিসগাইড এটা।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!