• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন বাড়ছে নারী ফুটবলারদের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২২, ০৪:৫৭ পিএম
বেতন বাড়ছে নারী ফুটবলারদের

ঢাকা: ইতিহাস গড়ে দেশের মাটিতে পা রেখেছে সাফ চ্যাম্পিয়নরা। সাবিনা খাতুনরা দেশকে স্বপ্নের ট্রফি উপহার দিলেন। প্রশ্ন উঠেছিল এবার কি তাদের বেতন কিংবা সুযোগ সুবিধা বাড়বে?

গতকাল দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছেন সাবিনা-কৃষ্ণারা। আনন্দ-উৎসবের মাঝে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা বলতে পারননি তারা। তবে আজ খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন সালাউদ্দীন। বৈঠকে সাবিনাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন সাবিনা।  

সাবিনা বলেন, ‘আজ আমরা সভাপতির সঙ্গ কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন।  আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরন করার কথা দিয়েছেন। ’

সভাপতির কাছে বেতন বাড়ানোর কথা বলেছেন বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন, ‘আমরা আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাহউদ্দীন) মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন। ’

বেতন বাড়ানোর পর তার অংক কেমন হতে পারে?  এই প্রশ্নের জবাবে সাবিনা বলেন, ‘অংকটা কেমন হবে তা এখন বা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি আবস্থানে নেয়া হবে তা বলা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা বেতন পান না। আমরা সেই দিক থেকে নিজেদের লাকি মনে করি

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!