• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৫৯ রানের টার্গেট দিল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৯:৫৮ পিএম
১৫৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

ঢাকা: টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর আফিফ হোসেনের ব্যাটে ভর করে এগোয় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে তাকে যোগ্য সহায়তা দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে তোলেন ৮১ রান। 

তাতে বাংলাদেশ পায় ১৫৯ রানের সংগ্রহ। আফিফ ৫৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন সোহান।

দুইবার জীবন পাওয়া আফিফ হোসেন টানলেন দলকে। ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশকে এনে দিলেন লড়াই করার মতো সংগ্রহ।

২০১৯ সালে নিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ রানের ইনিংস খেলেছিলেন আফিফ। এত দিন সেটাই ছিল তার সর্বোচ্চ। সেটা ছাড়িয়ে এবার ৫৫ বলে তিন ছক্কা ও সাত চারে খেললেন ৭৭ রানের ইনিংস।

তার সঙ্গে ৫৪ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে নুরুল হাসান সোহানের অবদান দুটি করে ছক্কা ও চারে ২৫ বলে ৩৫।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!