• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুর্শিদা-জ্যোতির ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ টাইগ্রেসদের


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৬, ২০২২, ০৩:২৩ পিএম
মুর্শিদা-জ্যোতির ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ টাইগ্রেসদের

ঢাকা: মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে বাংলাদেশের নারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। 

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রানের স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। এদিন ইনিংসের প্রথম বলেই ইনফর্ম শামীমা সুলতানাকে ফেরায় মালয়েশিয়ার নারীরা। এরপর ফারজানাকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন ওপেনার মুর্শিদা। তবে এরপরেই ১০ রান করে বিদায় নেন ফারজানাও।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক জ্যোতিকে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে ভালো পুঁজির দিকে দলকে এগিয়ে নেন মুর্শিদা। তবে এদিন মুর্শিদার চেয়েও বেশি আগ্রাসী ছিলেন জ্যোতি। ৩২ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৩৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫১ রান করে বিদায় নিলে ভাঙে দুইজনের জুটি।

জ্যোতির বিদায়ের পর দলীয় ১ রান যোগ না করতেই প্যাভিলিয়নের পথ ধরেন মুর্শিদাও। ৪৭ বলে ফিফটি হাঁকানো মুর্শিদা শেষ পর্যন্ত ৫৬ রান করে বিদায় নেন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!