• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৮ বছর পর সাইড বেঞ্চে রোনালদো, হারাতে পারেন নেতৃত্ব 


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০২২, ০৯:২৭ এএম
১৮ বছর পর সাইড বেঞ্চে রোনালদো, হারাতে পারেন নেতৃত্ব 

ঢাকা: ১৮ বছরের বেশি সময় পর ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করল পর্তুগাল। কাতার বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোকে বেঞ্চে রেখে একাদশ সাজান পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। এই ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে আসরটির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সান্তোসের শিষ্যরা। সর্বশেষ ২০০৪ সালের ইউরোতে রাশিয়ার বিপক্ষে সাইড বেঞ্চে ছিলেন ‘সিআর সেভেন’।

বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসের পছন্দের তালিকাতে ছিলেন রোনালদো। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই তাকে একাদশে রেখেই দল সাজান সান্তোস। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যখন দ্বন্দ্ব চলছিল, তখনো জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রোনালদো। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর থেকেই পরিস্থিতি কিছুটা বদলে গেছে।

সেদিন ৬৫ মিনিটে রোনালদোকে তুলে নেন সান্তোস। যা স্বাভাবিকভাবে নিতে পারেননি ‘সিআর সেভেন’। মাঠ ছাড়ার সময় দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে যান রোনালদো। দ্রুত মাঠ ছেড়ে যেতে বলার কারণেই মূলত কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে প্রতিক্রিয়া দেখান পর্তুগিজ তারকা।

শুধু দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের সঙ্গেই রাগারাগি করেই থামেননি। পরবর্তীতে কোচ ফার্নান্দো সান্তোসের উদ্দেশেও তির্যক মন্তব্য ছুড়ে দেন তিনি।

ক্যামেরায় সে সময় রোনালদোকে বলতে শোনা যায়, ‘আমাকে তুলে নিতে তার তর সইছে না’। যা পরে জানতে পেরে অসন্তুষ্টির কথা বলেছেন সান্তোসও। যার ফল হিসেবেই হয়তো সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে বেঞ্চে থাকতে হলো রোনালদোকে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!