• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালের কে কার বিপক্ষে খেলবে


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০২২, ০৯:৩৫ এএম
কোয়ার্টার ফাইনালের কে কার বিপক্ষে খেলবে

ঢাকা: বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হলো। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মরুর বুকে পর্তুগালের জয় দিয়ে নির্ধারণ হল কোয়ার্টার ফাইনালের লাইনআপ।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখন মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস-আর্জেন্টিনা, পর্তুগাল-মরক্কো ও ফ্রান্স-ইংল্যান্ড। আগামী ৯ ও ১০ ডিসেম্বর রাতে ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে।

এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে ৪-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। অন্যদিকে শেষ ষোলোর ম্যাচে জাপানকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে পরের পর্বে যায় ক্রোয়েশিয়া।

লুসাইল স্টেডিয়ামে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস-আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে পরের পর্বে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে আসরটির প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

আল থুমামা স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে পর্তুগাল-মরক্কো। নকআউপ পর্বের ম্যাচে শক্তিশালী স্পেনকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। অন্যদিকে তরুণ গনসালো রামোসের হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে আসরটির কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে পর্তুগাল।

কোয়ার্টার ফাইনালের সব শেষ ম্যাচে আল বাইত স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স- ইংল্যান্ড। নকআউট পর্বে পোল্যান্ডকে ৩-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠে ইংল্যান্ড।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!