• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদের কিনার থেকে টেনে তোলার চেষ্টায় মাহমুদউল্লাহ-মিরাজ


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০২২, ০২:৪৪ পিএম
খাদের কিনার থেকে টেনে তোলার চেষ্টায় মাহমুদউল্লাহ-মিরাজ

ঢাকা: ৬ উইকেট চলে যাওয়ার পর খাদের কিনারে চলে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ ও মিরাজ। 

দুজনের জুটি পেরিয়েছে ৭০ রান। ৪১ করে অপরাজিত মিরাজ, ৩৪ রানে অপরাজিত মাহমুদউল্লাহ। বাংলাদেশের রান ৩৪ ওভারে ৬ উইকেটে ১৪৪। এখান থেকে কতদূর যেতে পারবে তারা?

সাকিব ফেরার পর ফিরেছেন মুশফিকুর রহিম আর আফিফ হোসেনও। ওয়াশিংটন সুন্দরের অফ স্টাম্পের বাইরের বলে মুশফিক সামনে এসে ব্লক করতে চেয়েছিলেন। কিন্তু বলটি তার গ্লাভসে লেগে স্লিপে চলে যায় শিখর ধাওয়ানের কাছে। রিভিউ নেওয়া হয়েছিল কিন্তু তাতে লাভ হয়নি। পরের বলেই ফিরলেন আফিফ হোসেন। বোল্ড হয়েই। 

এর আগে বড়সড় ড্রাইভের চেষ্টায় নিজের বিপদ ডেকে আনলেন লিটন দাস। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড বাংলাদেশ অধিনায়ক। শুরুতে একটি বাউন্ডারি মেরেছিলেন, এরপর আর সুবিধা করতে পারেননি। নাজমুলের সঙ্গে তার জুটিতে উঠেছে ২৮ রান। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় ৩৯ রানে। 

মাঠের বড় পর্দায় বল ট্র্যাকিং দেখানোর আগেই হাঁটা দিলেন এনামুল। তাহলে কেন রিভিউটি নিয়েছিলেন, সে প্রশ্নটা বড় হয় আরও। ঘটনাবহুল ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন বাংলাদেশ ওপেনার। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!