• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৪ উইকেট হারিয়ে ভারতের বিপর্যয়


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০২২, ০৬:০৭ পিএম
৪ উইকেট হারিয়ে ভারতের বিপর্যয়

ঢাকা: একটু আড়াআড়ি খেলতে গিয়েছিলেন লোকেশ রাহুল, তবে নাগাল পায়নি তার ব্যাট। প্যাডে আঘাত করার পর রাহুল নিজেও জানতেন, যা হওয়ার হয়ে গেছে। 

আম্পায়ার মাসুদুর রহমানের আউটের সিদ্ধান্ত রিভিউ করারও দরকার মনে করেননি। ভারতকে আরেকটু ডোবালেন মিরাজ, ১৯তম ওভারে সফরকারীরা হারালো চতুর্থ উইকেট। ভারতের স্কোর ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮০ রান।

এর আগে মোস্তাফিজের স্লো বাউন্সার বুঝতেই পারলেন না ধাওয়ান, ক্যাচ উঠল পয়েন্টে। ক্যাচ ধরলেন মিরাজ! নিজের প্রথম ওভারে সফল মোস্তাফিজও, ইনিংসের তৃতীয় ওভারে ভারত হারাল দ্বিতীয় উইকেট।

এর আগে আরেকটু হলেই মাঠের বাইরে চলে যেতেন ইবাদত। উদ্‌যাপন করতে করতে প্রায় ড্রেসিংরুমের সামনে চলে গিয়েছিলেন বাংলাদেশ পেসার! উইকেটটা বিরাট কোহলির, সেটিও বোল্ড! 

ইবাদতের উদ্‌যাপন তো অমন হবেই! শর্ট লেংথের বলটা পুল করতে গিয়ে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন কোহলি। সেটিও ইনিংসের দ্বিতীয় ওভারেই।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!