• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ফুটবল থেকে হ্যাজার্ডের বিদায় 


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০২২, ১০:৪৯ পিএম
আন্তর্জাতিক ফুটবল থেকে হ্যাজার্ডের বিদায় 

ঢাকা: ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠেই নামা হয়নি ইডেন হ্যাজার্ডের। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর একপ্রকার সাইডলাইনেই চলে যান এই বেলজিয়ান ফরোয়ার্ড। গত মৌসুমে ফিরলেও ছিলেন না নিয়মিত। তারপরও তাকে নিয়েই বিশ্বকাপে খেলতে গিয়েছিল বেলজিয়াম। কিন্তু র‍্যাংকিংয়ের এক নম্বর দল হয়েও গ্রুপ পর্বই পেরোতে পারেনি তারা।  

এমন বিপর্যয়ের পর জাতীয় দলকে বিদায় বলে দিলেন ইডেন হ্যাজার্ড। মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন হ্যাজার্ড। ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে অবসরের বিষয়টি জানিয়েছেন তিনি। 

ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেন, ‘এ বার জীবনের একটা পাতা ওল্টাতে হচ্ছে। যাদের ভালোবাসা পেয়েছি, তাদের ধন্যবাদ। সব সময় যাদের পাশে পেয়েছি, তাদের ধন্যবাদ। ২০০৮ সাল থেকে জয়ের যে সব মুহূর্ত তুলে ধরতে পেরেছি, উপভোগ করতে পেরেছি, তার জন্যও ধন্যবাদ। আজ আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি। পরের প্রজন্ম তৈরি। জাতীয় দলের হয়ে খেলাটাকে মিস করব।’

হ্যাজার্ড বেলজিয়ামের জার্সি গায়ে মোট ১২৬ টি ম্যাচ খেলে গোল করেছেন ৩৩ টি। ২০০৮ সালে প্রথম জাতীয় দলে ডাক পেয়েছিলেন হ্যাজার্ড।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!