ঢাকা: দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের পাঁচ ফুটবলার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী।
টুর্নামেন্টসেরা ঋতুপর্ণা চাকমা, ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তি, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা ও মোসাম্মাৎ সাগরিকাকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে বিকেএসপি।
এই পাঁচ নারী ফুটবলারকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।
গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালেও একই মাঠে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ।
এআর