• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রিশাদের ৬ উইকেটে বাংলাদেশের বড় জয়


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৪৮ পিএম
রিশাদের ৬ উইকেটে বাংলাদেশের বড় জয়

ছবি: সংগৃহীত

মিরপুর: আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশের ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে ঘরের মাঠে হারের বৃত্ত ভেঙেছে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেছে স্বাগতিকরা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। ৪৬ রান যোগ করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৯ ওভারে ১৩৩ রানে অলআউট হয়। উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করার পর ক্যারিবিয়ানরা হোঁচট খায়। ২৭ রান করা আলিক আথানজেকে লেগ বিফোরের ফাঁদে ধরা পড়ে।

বাংলাদেশের বোলার রিশাদ হোসেন শিকার করেন প্রথম উইকেট। এরপরও রিশাদ তার স্পিনের জাদুতে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের হালকা সুযোগও ছাড়ে না। ২০তম ওভারে কেসি কার্টিকে স্লিপে সাইহান হাসানের হাতে ক্যাচ তুলে দেন।

রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং অব্যাহত থাকে। ২৪তম ওভারে তিনি শিকার করেন রোস্টন চেজকে। এই পাঁচটি উইকেটের সবকটি রিশাদের ঝুলিতে গেছে। এটি তার ক্যারিয়ারের প্রথম ফাইফার এবং বাংলাদেশি স্পিনারের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিং ফিগার।

শেষ পর্যন্ত ৩৯তম ওভারে রিশাদ মেহেদি হাসান মিরাজের হাতে জেডন সিলসকে ক্যাচ তুলে দিয়ে ম্যাচে ৬ উইকেট পান। ম্যাচে তার পারফরম্যান্স টাইগারদের জয়ের মূল চাবিকাঠি হিসেবে প্রমাণিত হয়।

এসএইচ
 

Wordbridge School
Link copied!