• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক বিচিত্র বর্ষবরণ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২, ২০২১, ০৬:১৪ পিএম
এক বিচিত্র বর্ষবরণ

ঢাকা: স্বাভাবিক নিয়মে পুরোনোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুন বছরকে স্বাগত জানালেন সবাই। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত হাঁটলেন ভিন্ন পথে। লালবাঁধের জলাশয়ে কনকনে ঠান্ডা পানিতে ২০২১টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি।

গত ৬ বছরের মতো এবারও বছরের প্রথম দিনে সাতসকালে নতুন বছরকে স্বাগত জানাতে তিনি হাজির হয়ে যান শহরের লালবাঁধে। অভিনব এই বর্ষবরণ দেখতে লালবাঁধের পাড়ে তখন হাজির ছিলেন অসংখ্য মানুষ। করতালির মধ্য দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করেন তারা। মাত্র ৪৫ মিনিট সময়ে লালবাঁধের কনকনে ঠান্ডা পানিতে ২০২১টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন সদানন্দ। 

লালবাঁধের হীমশীতল পানিতে একটানা ডুব দিয়ে উপরে ওঠে সদানন্দ দত্ত বলেন, ‘২০২১টি ডুব দিয়ে নিজের মতো করে নতুন বছরকে স্বাগত জানালাম। গিনেজ বুকে নাম তোলার ইচ্ছা রয়েছে আমার। কিন্তু কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে, কিছুই জানা নেই।’ 

এই কাজে প্রশাসনিক সাহায্য চান বিষ্ণুপুরের বাসিন্দা বছর ৩৫ এর এই যুবক। নতুন বছরে মন্দির নগরীতে বেড়াতে এসে অভিনব এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকেরাও। 

সূত্র: দ্য ওয়াল 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!