• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১ ভোট পেয়েই হইচই ফেলে দিলেন কাউন্সিলর প্রার্থী


হবিগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২১, ০৮:০৪ পিএম
১ ভোট পেয়েই হইচই ফেলে দিলেন কাউন্সিলর প্রার্থী

হবিগঞ্জ : তিনি নিজেই নিজেকে ভোট দেননি। এরপরও পেয়েছেন এক ভোট। মাত্র এক ভোট পেয়ে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে হইচই ফেলেছেন এক কাউন্সিলর প্রার্থী। তবে তাকে ভোটটি কে দিয়েছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এ কাউন্সিলর প্রার্থীর নাম ইসমত আলী। 

তিনি নবীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

এদিকে, ইসমত আলী কেন নিজেকে ভোট দেননি, কেনই বা পরিবারের লোকজন তাকে ভোট দেননি? এসব নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের জন্ম দিয়েছে।

ভোটের ফলাফল থেকে জানা গেছে, নবীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন পাঁচজন। এর মধ্যে ইসমত আলী পেয়েছেন মাত্র একটি ভোট। এ ওয়ার্ডেই জামানত হারানো অন্য প্রার্থী মো. আমির হোসেন পেয়েছেন ১৬ ও সুহেলুজ্জামান লিপ্টন ২৯ ভোট।

ইসমত আলী বলেন, আমার প্রতীক ছিল ডালিম। অন্য প্রার্থী আমার আপন মামা লুৎফুর রহমান মাখনের প্রতীক ছিল পানির বোতল। তিনি ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আমরা মামা-ভাগ্নে দ্বন্দ্ব করতে গিয়ে অন্যজন জয়ী হতে পারে ভেবে নির্বাচনের আগে মামাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাই। প্রত্যাহারের তারিখ শেষের পর এ সিদ্ধান্ত হওয়ায় প্রতীক রয়ে যায়। ফলে আমি নিজেই নিজেকে ভোট দেইনি। কেউ হয়তো একটি ভোট দিয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!