• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অজুহাত দাঁড় করাতে চান না মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৫:৫৬ পিএম
অজুহাত দাঁড় করাতে চান না মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা: অন্য সব দলগুলোর জন্য নিউজিল্যান্ডের কন্ডিশন কঠিন। দক্ষিন এশিয়ার দেশ হওয়ায় বাংলাদেশের জন্য সেটি আরও বেশি কঠিন। তার উপর গত এক মাস ধরেই মাঠে তামিম-মুশফিকরা। বিপিএল শেষ করেই উঠতে হয়েছে নিউজিল্যান্ডগামী বিমানে। সেখানে এমনিতেই টাইগারদের ভাল রেকর্ড নেই। তাই বড় হার দিয়েই সফর শুরু করেছে বাংলাদেশ দল। এই পরাজয়ে দলের ব্যাটসম্যানদের খানিকটা দায় দিলেও কোনও খুঁজতে চান না অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা।  

বুধবার (১৩ ফেব্রুয়ারি) নেপিয়ারে প্রথম ওয়ানডে শেষে মাশরাফি বলেন, ‘এই কন্ডিশনে খেলাটা আমাদের জন্য একটু কঠিন। দেশের সঙ্গে সাত ঘণ্টার সময়ের পার্থক্য। আমরা একটু দেরিতেই এসেছি নিউজিল্যান্ডে। কমপক্ষে এক সপ্তাহ আগে এখানে এলে ভালো হতো। কন্ডিশনের সঙ্গে ঠিকমতো খাপ খাওয়াতে পারতাম। তবে এটা কোনো অজুহাত হতে পারে না।’

বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত তামিম, মুশফিকর এদিন নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। অথচ ফাইনালে তামিম প্রায় একাই কুমিল্লা ভিক্টোরিআন্সকে শিরোপা জিতিয়েছেন। মাত্র ৫০ বলে সেঞ্চুরি এবং শেষ পর্যন্ত ১০টি চার আর ১১টি ছক্কায় মাত্র ৬১ বলে ১৪১ রানের অপরাজিত থাকেন তামিম। কিন্তু নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডে ম্যাচে সেই তামিমের দেখা মেলেনি। এ নিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা ব্যাটিংয়ে খারাপ করেছি। শুরুতেই বেশি উইকেট হারিয়ে ফেলেছি। আমাদের এখন ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করতে হবে।’

নিজ দলের ব্যাটিং ব্যর্থতা স্বীকার করে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের ভালো বোলিংকেও প্রশংসা করেছেন মাশরাফি। তিনি বলেন, ‘ওরা ভালো বোলিং করেছে তবে আমরা একটু বেশিই উইকেট হারিয়েছি।’

ব্যাটিং নিয়ে অসন্তুষ্টি থাকলেও দলের বোলিং খুব একটা খারাপ হয়নি। তবে পুঁজি কম থাকায় শেষ রক্ষা হয়নি। মাশরাফি বলেন, ‘তুলনামূলকভাবে বোলিংটা আজ ভালো হয়েছে। কিন্তু ২৩২ রানটা তো কোনোমতেই যথেষ্ট নয়।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। পরবর্তী ম্যাচের পরিকল্পনা সম্পর্কে টাইগার দলপতি বলেন, ‘ক্রাইস্টচার্চে জিতে সমতা ফেরাতে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে ব্যাটিং নিয়ে। শুরুতে আমরা এতো উইকেট হারিয়ে ফেলতে পারি না। বোলিংয়েও আমাদের উন্নতি করতে হবে। আজকে আমরা খুব একটা ভালো বোলিংও করতে পারিনি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!