• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অঝোরে কাঁদলেন মাশরাফি


ফরহাদ খান, নড়াইল ডিসেম্বর ২৮, ২০১৮, ১১:৪১ এএম
অঝোরে কাঁদলেন মাশরাফি

নড়াইল: নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বৃহস্পতিবার স্ত্রী সুমনা হক সুমীকে সঙ্গে নিয়ে লোহাগড়া উপজেলার নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন।

বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা শেষে ফেরার পথে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ডিবি পুলিশের এএসআই মো. মনির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ খবরে নির্ধারিত কর্মসূচি স্থগিত করে দ্রুত হাসপাতালে ছুটে যান মাশরাফি।

হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখে অঝোরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এসময় ডিবি পুলিশের অন্য সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাশরাফি বিন মুর্তজা তার স্ত্রী সুমনা হক সুমীসহ অন্য নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার হবখালী, মিঠাপুর, নলদী, ব্রাহ্মণডাঙ্গা, কলাগাছী, কাশিপুর বোর্ড অফিস, জয়পুর স্লুইসগেট হয়ে দুপুরে দেবী-সত্রহাজারী শ্বশুরবাড়ি এলাকায় নির্বাচনী পথসভা করেন।

সেখান থেকে বিকালে লোহাগড়ায় ফেরার সময় তার সঙ্গে থাকা জেলা ডিবি পুলিশের এএসআই মো. মনির হোসেন হৃদরোগে আক্রান্ত হন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!