• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতিরিক্ত কোনো কিছুই ভালো না : রিয়াজ


বিনোদন প্রতিনিধি অক্টোবর ২৫, ২০১৯, ০৫:২০ পিএম
অতিরিক্ত কোনো  কিছুই ভালো না : রিয়াজ

ঢাকা : আজ সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।তবে সকাল থেকে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে শুরুতেই হট্টগোল বেঁধেছে।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও এফডিসিতে প্রবেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই। পরিচালক প্রযোজকরা এফডিসিতে ঢুকতে গেলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গেইটে আটকে দিচ্ছেন। এ নিয়ে এফডিসিতে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে চিত্রনায়ক রিয়াজও মুখে খুললেন তিনি বলেন, নিরাপত্তা থাকবে সেটা জরুরি কিন্তু একেবারে বেশি বাড়াবাড়ি উচিত নয় আবার ,আমার মনে একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেলো এবার।

তিনি আরো বলেন ,’এইটা শোনা কথা’ শিল্পীদের অনেকের উপরেই হুমকি রয়েছে। সেদিক থেকে নিরাপত্তা থাকাটা জরুরি কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তো মুশকিল। সিনিয়র শিল্পী, পরিচালক বা প্রযোজকরা যদি অসম্মানিত হয় তাহলে তো খুবই খারাপ।’ অতিরিক্ত কিছুই ভালো না। বুঝতে হবে সব কিছুই একসময় এমন থাকবে না।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!