• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অতিরিক্ত ঘুম! রক্ষা পেতে যা খাবেন


লাইফস্টাইল ডেস্ক আগস্ট ১, ২০১৮, ০৪:০৯ পিএম
অতিরিক্ত ঘুম! রক্ষা পেতে যা খাবেন

ঢাকা : আমরা অনেকেই আছি, যাদের ঘুম অনেক বেশি। সারাদিনই ঘুম পায়। উঠতে, বসতে, খেতে সব কিছুতেই যার চোখে ঘুম পায় সে আর কি করবে। আর এই অতিরিক্ত ঘুম থেকে রক্ষা পেতে যা খাবেন-

ঠাণ্ডা পানি : বরফ ঠাণ্ডা পানি অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে। শরীরের কোষকে আর্দ্র করে সক্রিয় হতে সাহায্য করে। তাই ঠাণ্ডা পানি পান করে দিন শুরু করুন। নিজেকে বেশ উদ্যমী মনে হবে।

ওটমিল : ওটমিলের গঠন বেশ জটিল। তাই বিপাক হয় খুব ধীরে ধীরে। ফলে অনেকক্ষণ ধরে শরীরকে এনার্জি জোগায় ওটমিল। ক্লান্তি কমে। ঘুমও পালায়।

ডিম : সেদ্ধ হোক বা ওমলেট, সকালে উঠে রোজ অন্তত একটা ডিম খাওয়া দরকার। কুসুমও বাদ দেবেন না। কারণ তাতে রয়েছে প্রচুর প্রোটিন। সারাদিন এই প্রোটিন আপনাকে শক্তি জোগাবে এবং জাগিয়ে রাখতে সাহায্য করবে।

সবজি : পালং, লেটুসের মতো শাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি থাকে। এই ভিটামিন বি খাবারকে শক্তিতে পরিণত করতে সাহায্য করে। রোজ এসব খেলে ক্লান্তি আপনার ধারে কাছেও ঘেঁষবে না।

চকোলেট মিল্কশেক : চকোলেট হয়তো খুব স্বাস্থ্যকর নয়। কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে খেলে আপনার এনার্জি চরচর করে বাড়বে। মুডও ভালো হবে।

সোনালীনিউজ/আরজে

Wordbridge School
Link copied!