• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অত্যাচারী থেকে মুক্তির কুরআনি আমল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০১৬, ০৪:৪৩ পিএম
অত্যাচারী থেকে মুক্তির কুরআনি আমল

সোনালীনিউজ ডেস্ক

অত্যাচার-নির্যাতন, জুলুম-নিপীড়ন এমন একটি বিষয়, যা কোনো মানুষই কামনা করে না। তারপরও কিছু মানুষ বা শাসকগোষ্ঠী রয়েছে, যারা মানুষের প্রতি জুলুম-অত্যাচারে মেতে ওঠে। এ জালেমের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে রয়েছে কুরআনের আমল। যা তুলে ধরা হলো-

দুরারুত তানজিম গ্রন্থে এসেছে, কোনো ব্যক্তি যদি তার অসাধারণ মেধা-শক্তির কারণে জুলুম-অত্যাচারের নতুন নতুন কৌশল আবিষ্কার করে মানুষকে কষ্ট দিতে থাকে। তবে সে যদি কুরআনুল কারিমের এ আয়াত লিপিবদ্ধ করে মিষ্টি জাতীয় দ্রব্যের সঙ্গে মিশিয়ে তাঁকে অতি প্রতুষে খাওয়ানো হলে মানুষ তার অত্যাচার থেকে নিষ্কৃতি পাবে। আমলটি হলো সুরা বাক্বারার ৯৩ নং আয়াত।

উল্লেখ্য যে, যিনি এ আমল করবেন, তাঁকে কুরআন-সুন্নাহর আমলকারী হতে হবে। তবেই এ আমলের উপকার লাভ সম্ভব হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নাহর আনুগত্য করে এ আমলের উপকার লাভ করার তাওফিক দান করুন। আমিন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!