• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অধিনায়ক রাহানে বরখাস্ত, রাজস্থানের নতুন নেতা স্মিথ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২০, ২০১৯, ০৬:২৯ পিএম
অধিনায়ক রাহানে বরখাস্ত, রাজস্থানের নতুন নেতা স্মিথ

ফাইল ছবি

ঢাকা: আট ম্যাচের ছয়টাতেই হার। ব্যক্তিগত পারফরম্যান্সও আহামরি নয়। ফলস্বরূপ রাজস্থান রয়্যালসের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আজিঙ্কা রাহানেকে। শনিবার মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল ফ্র্যাঞ্চাইজি।

আসন্ন বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি রাহানের। এমনকি স্ট্যান্ড-বাই ক্রিকেটার হিসেবেও দলে ডাক পাননি ডান-হাতি ব্যাটসম্যান। এবার লাগাতার হারের জেরে রাজস্থানের অধিনায়কত্বও খোয়ালেন তিনি। ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার থেকেই বাকি মৌসুমের জন্য দলের দায়িত্ব নিচ্ছেন অসি তারকা স্টিভ স্মিথ।

প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হারের পরই বৈঠক করে স্মিথকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তারপর শুক্রবারই রাহানেকে জানিয়ে দেওয়া হয় সে কথা।
রাজস্থান ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর, দলের বিশ্রী পারফরম্যান্সের জন্য রাহানেকেই দায়ী করা হয়েছে। দলের ছোটখাটো ভুল শুধরাতে পারেননি তিনি। দলকে সংঘবদ্ধ করতেও চূড়ান্ত ব্যর্থ। সেই কারণেই মূল্য চোকাতে হচ্ছে তাঁকে। এও শোনা যাচ্ছে, নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা স্মিথের প্রতি রাজস্থানের একটা আলাদা প্রীতি রয়েছে। সেখান থেকেই অসি তারকাকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে টুর্নামেন্টের একেবারে মাঝখানে ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্ধান্ত নাকি অনেক সাপোর্ট স্টাফরাই মেনে নিতে পারছেন না। সাবেক এক টেস্ট তারকা বলেন, ‘রাহানে মাঠে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন। যাঁরা পরে ব্যাট করতে নামেন, তাঁদের অনেক সময়ই ভুল ভ্রান্তি হয়ে থাকে। তাঁরা দলকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হন। তাই বলে অধিনায়ককে সরিয়ে দেওয়ার কী মানে?’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!