• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অধিভুক্তি বাতিল চেয়ে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০১৯, ০২:১২ পিএম
অধিভুক্তি বাতিল চেয়ে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ  অবরোধ

ফাইল ছবি

ঢাকা : সাতটি সরকারি কলেজের অধিভুক্তি চলতি শিক্ষাবর্ষ থেকে বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচশ শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে রাজধানীর অন্যতম ব্যস্ত মোড়টি দিয়ে চতুর্মুখী যান চালাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর কাজের চাপে তাদের সংশ্লিষ্ট প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। নিয়মিত পাঠদান, ফলাফল প্রকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি সেশনজটে পড়তে হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) খাতা মূল্যায়ন যথাযথ না হওয়ার অভিযোগে ও মানোন্নয়নের নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাড়ে তিন ঘণ্টা নিলক্ষেত ও নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!