• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইন কেনাকাটায় খরচ বাঁচাবেন যেভাবে


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক জুন ১১, ২০১৮, ০২:০৯ পিএম
অনলাইন কেনাকাটায় খরচ বাঁচাবেন যেভাবে

ঢাকা: সামনে ঈদ। শপিং মলে উপচেপড়া ভিড় আর রাস্তায় তীব্র যানজট। জ্যাম এড়িয়ে মনের মতো শপিং করতে অনকেই বেচে নিচ্ছেন অনলাইন কেনাকাটাকে।

একটু ভিন্নধর্মী পদ্ধতি হওয়ায় অনলাইন কেনাকাটায় দরদাম আর দাম মেটানোর পদ্ধতি সম্পর্কে অনেকেই অবগত নয়। একটু সচেতন হলেই কিন্তু অনলাইন কেনাকাটায় পয়সা বাঁচানো যায় সহজেই। জেনে নিন সেরকমই ৭টি উপায়!

১. প্রথমে যা কিনতে চাইছেন সেটির দাম বিভিন্ন শপিং সাইট দেখে যাচাই করে নিন।

২. কোন শপিং সাইটে আপনার পছন্দের জিনিসটির দাম সবচেয়ে কম তা নির্বাচন করুন।

৩. দেখে নিন কোন সাইটে ডিসকাউন্ট কিংবা অফার-এ ছাড়ের পরিমাণ বেশি।

৪. ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড-এর মাধ্যমে কেনার ক্ষেত্রে কোনও বিশেষ ছাড় পাচ্ছেন কিনা দেখে নিন।

৫. পণ্যের সঠিকতা যাচাই করতে এবং নিরাপত্তার জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন আছে কিনা দেখুন।

৬. কোন শপিং সাইটের শিপিং চার্জ কত? সে দিকে নজর দিন।

৭. কোনও কিছু কেনার আগে অবশ্যই সেটির রিভিউ পড়ে নিন। এতে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতার কথা জানতে পারবেন।

এবারের বাজেটে অনলাইন কেনাকাটার ওপর ৫% ভ্যাট বসানোর প্রস্তাব দেয়া হয়েছিল। অর্থমন্ত্রীর এই ঘোষণাকে পরবর্তীতে ‘ছাপার ভুল’ বলে অভিহিত করেন এনবিআর চেয়ারম্যান।

সুতরাং ভ্যাটের দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে শপিং-এর জন্য নিশ্চিন্তে বেছে নিন অনলাইন মাধ্যমগুলোকে।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!