• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইন টিভি নীতিমালায় নিবন্ধনের ওপর জোর দেয়া হবে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৯, ০৩:৪৬ পিএম
অনলাইন টিভি নীতিমালায় নিবন্ধনের ওপর জোর দেয়া হবে

ঢাকা: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে শিগগিরই ১২ ঘণ্টা সম্প্রচার শুরু হচ্ছে। সেই সঙ্গে এটিকে টেরিষ্ট্ররিয়াল চ্যানেলে রুপান্তরের কাজ চলছে। একথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, অনলাইন টিভি নীতিমালায় নিবন্ধনের ওপর জোর দেয়া হবে।

এছাড়া, ওয়েজবোর্ড বাস্তবায়ন করার ঘোষণা দিয়েও যে সব পত্রিকা বাস্তবায়ন করছেন না সে বিষয়ে তদারকি চলছে। চট্টগ্রামের উন্নয়নে দলের সব নেতাদের নিয়ে একসাথে কাজ করবেন বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম চট্টগ্রাম আসায় দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!