• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনলাইনে কেনাকাটায় ৫ শতাংশ ভ্যাট


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০১৮, ০৬:৩৩ পিএম
অনলাইনে কেনাকাটায় ৫ শতাংশ ভ্যাট

ঢাকা: এতদিন অনলাইনে (ই-কমার্স) কেনাকাটায় ক্রেতাকে কোনও মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হতো না। এবারের বাজেটে ভার্চুয়াল ব্যবসায় বা অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই প্রস্তাব পাশ হলে অনলাইনে কেনাকাটায় প্রযুক্তিপ্রেমীদের প্রতি ১০০ টাকার কেনাকাটায় ৫ টাকা করে ভ্যাট দিতে হবে।

বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী বলেছেন, বর্তমান ইন্টারনেট বা সামাজিক মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বেড়েছে। এই পণ্য বা সেবার পরিসরকে আরও বাড়াতে ভার্চুয়াল বিজনেস নামের আরেকটি সেবার সংজ্ঞা সৃষ্টি করা হয়েছে। এর ফলে অনলাইনভিত্তিক যেকোনও পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরকে এই সেবার অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!