• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনুমতি ছাড়াই স্বাস্থ্যসেবা দিচ্ছেন বিদেশি চিকিৎসকরা


চট্টগ্রাম ব্যুরো আগস্ট ৩০, ২০১৮, ০৩:৩৬ পিএম
অনুমতি ছাড়াই স্বাস্থ্যসেবা দিচ্ছেন বিদেশি চিকিৎসকরা

প্রতীকী ছবি

চট্টগ্রাম : বিএমডিসির অনুমতি না নিয়ে অনেক বিদেশি চিকিৎসক দেশে চিকিৎসা সেবা দিচ্ছেন বলে অভিযোগ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন চিকিৎসকদের চিহ্নিত করতে এবং সেবা বন্ধে মাঠে নেমেছে চট্টগ্রাম প্রশাসন। তবে কত সংখ্যক বিদেশি চিকিৎসক সেবা দিচ্ছেন তার হিসেব নেই সংশ্লিষ্ট দপ্তরে।

সিভিল সার্জন অফিসের হিসাবে, চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আছে ৩০০টির মতো। এসব হাসপাতালে বিভিন্ন সময়ে স্বাস্থ্যসেবা দিতে আসেন বিদেশি চিকিৎসকরা। কেউ কেউ আবার বিভিন্ন হাসপাতালের পরামর্শক হিসেবেও কাজ করছেন।

বিদেশি চিকিৎসকদের দেশে চিকিৎসা দেয়ার তথ্য সরকারি দপ্তরে জানানোর নিয়ম থাকলেও, তা জানা নেই অনেকের।

চিকিৎসক নেতারা বলছেন, দেশি-বিদেশি চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময় জরুরি। তবে ভিন্ন দেশে সেবা দেয়ার জন্য যথাযথ অনুমতি না থাকলে, প্রতারিত হতে পারে রোগী।

এদিকে নগরীর হাসপাতালগুলোতে কতজন বিদেশি চিকিৎসক সেবা দিচ্ছেন সে বিষয়ে কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগে।

আগে বিদেশি চিকিৎসকরা তিন মাসের বেশি সময় দেশে চিকিৎসা দিলে তাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-বি/এম/ডি/সি থেকে অনুমতি নিতে হতো। গেল ৭ আগস্ট মন্ত্রণালয়ের নতুন নিয়মে, বিদেশি চিকিৎসকরা একদিনের জন্য চিকিৎসা দিতে আসলেও অনুমতিপত্র আগেই মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!